শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩


অ্যান্ড্রয়েডের জন্য সবসময়ই চমৎকার সব অ্যাপ তৈরী হচ্ছে । অ্যান্ড্রয়েডের জন্য বর্তমানে সবচেয়ে চমৎকার একটি বলা যায় এটিকে। কেননা, এর কাজটিই হচ্ছে সেন্সরভিত্তিক । আমরা অনেক সময় এমন সব কাজে ব্যস্ত থাকি যে, মোবাইলে কোনো ইনকামিং কল আসলে তা আর হাত ব্যবহার করে রিসিভ করতে পারি না। সেক্ষেত্রে, সহজেই ফোনটি রিসিভ করা যায় এটি ব্যবহার করা যায় । আর এজন্য মোবাইলে কোনো প্রকার স্পর্শ ছাড়াই মোবাইলের উপরে হাত নাড়ালেই চলবে । আর তাতেই মোবাইলের ইনকামিং কলটি রিসিভড্ হয়ে লাউড স্পিকারে কথোপকথন করা যাবে । অ্যাপটি ইনস্টল করার পর এটিকে ওপেন করলে কিছু প্রিফারেন্স সেটিংস্ দেখাবে যা পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে  ক্লিক করুন।
ধন্যবাদ!আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস)

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন