মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩

 


নিয়ে নিন দারুন একটি ফেসবুক স্লাইড ওয়েডগেট আপনার ব্লগার ব্লগ এর জন্য ।

|

সামনেই আমার পরীক্ষা তাও আপনাদের জন্য নিয়ে মিত পোস্ট করে যাছি । সে কথা বাদ দিন আজকে আমি আপনাদের জন্য আবারও ফেসবুক বিষয়ে পোস্ট করতে বসলাম । আজকে আমি আপনাদের একটি একদম নতুন ফেসবুক ওয়েডগেট দেবো , আমি জানি এর আগে এই ওয়েডগেট টি কেও দ্যাখেনি । তাহলে আর দেরি করে লাভ কি এখুন নীচে থেকে এর লাইভ ডেমো দ্যাখে নিন ।




* কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন  :


১) আপনার ব্লগ লগ অন করুন ।


২) এবার ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন ।


৩) এবার Add a Gadget এ ক্লিক করুন ।


৪) এবার যে পেজ আসবে সেখান থেকে HTML/Java Script এ ক্লিক করুন ।


৫) এবার আর একটি বক্স আসবে সেখানে Title ঘর ফাকা রেখে Content ঘরে নীচের কোড কপি করে পেস্ট করুন ।




<!-- Amazing Facebook Like Slide Out Widget For Blogger @BWidgets.com -->
<a href="javascript:showHideFL()"><img border="0" src="http://4.bp.blogspot.com/-pMNJcfDwdDA/UJT8XvQgXUI/AAAAAAAARBc/XfS0PLu_a-s/s1600/Like.png" alt="Member" title="এখানে ক্লিক করুন" style="position: fixed; top: 150px; right: 0px; cursor: pointer; opacity: 0.5; " opacity:1;filter:alpha(opacity="100)&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;amp;amp;amp;amp;amp;amp;amp;amp;quot;" onmouseover="this.style.opacity=1;this.filters.alpha.opacity=100" onmouseout="this.style.opacity=0.5;this.filters.alpha.opacity=50" ;"="" height="130px" width="40px" /></a>

<script src="http://widcraft.googlecode.com/svn/jquery.min.js"></script>

<style type="text/css">
#fl{
position:fixed;
left:150px;
z-index:+1000;
}
* html #fl{position:relative;}
.flcontent{
float:left;
border:2px solid #676767;
background:whitesmoke;
-moz-border-radius-topleft:15px;
-moz-border-radius-topright:15px;
-moz-border-radius-bottomleft:15px;
-moz-border-radius-bottomright:15px;
padding:10px;
}
</style>
<script type="text/javascript">
function showHideFL(){
var fl = document.getElementById("fl");
var w = fl.offsetWidth;
fl.opened ? moveFL(0, -100-w) : moveFL(20-w, 0);
fl.opened = !fl.opened;
}
function moveFL(x0, xf){
var fl = document.getElementById("fl");
var dx = Math.abs(x0-xf) > 25 ? 35 : 1;
var dir = xf>x0 ? 1 : -1;
var x = x0 + dx * dir;
fl.style.bottom = x.toString() + "px";
if(x0!=xf){setTimeout("moveFL("+x+", "+xf+")", 10);}
}
</script>
<div id="fl" style="bottom: -401px; ">
<div class="fltab" onclick="showHideFL()"> </div>

<div class="flcontent">

<iframe src="//www.facebook.com/plugins/likebox.php?href=http%3A%2F%2Fwww.facebook.com%2Fasobondhublog&width=292&height=258&colorscheme=light&show_faces=true&border_color&stream=false&header=false" scrolling="no" frameborder="0" style="border:none; overflow:hidden; width:292px; height:258px;" allowtransparency="true"></iframe>


<div style="text-align: right;">
<a href="javascript:showHideFL()">
[Close]
</a></div>
Powered By: <a href="http://www.asobondhu.blogspot.com">এসো বন্ধু<a/>
</a></a></div>
</div>
<script type="text/javascript">
var fl = document.getElementById("fl");
fl.style.bottom = (-100-fl.offsetWidth).toString() + "px";
</script>
<!-- Amazing Facebook Like Slide Out Widget For Blogger MITUL HOWLADER -




* এবার asobondhublog এটি কে মুছে আপনার ফেসবুক পেজ এর Url টি বসান । এবার Save এ ক্লিক করে সেভ করে নিন ।


* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দ্যাখা হবে ।

বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩


বর্তমানে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের (Andoroid OS) জন্য ক্রমাগত বিভিন্ন অ্যাপ তৈরী হচ্ছে । আর এই অ্যাপগুলোও সাইজে অনেক সময় বড়ও হয়ে থাকে । আবার একটি অ্যাপের জন্য অনেকগুলো কন্টেন্ট থাকে, যা জিপ ফাইলে পরিবর্তন করে রাখতে হয়। আর উক্ত ফাইলটি যখন ডাউনলোড করা হয় বা অন্য উৎস থেকে নেয়া হয়, তা অবশ্যেই আনজিপ (Unzip) করতে হয় । আর পুর্বে এটি করার জন্য কম্পিউটারের সাহায্য নিতে হতো । কিন্তু, এখন সরাসরি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে আনজিপ করতে পারেন । যা যা করতে পারবেন এই অ্যাপটি ‍দিয়ে :-
১. জিপ ফাইলে (Zip File) রক্ষিত ইমেজ, টেক্সট এবং ওয়েব ফাইলগুলো সরাসরি উইনজিপ অ্যাপে (Winzip App) দেখতে পারবেন । সহজেই এগুলো খোলাও যাবে ।
২. এ্যানক্রিপ্টেড জিপ ফাইলগুলোও খুলতে পারে এটি,
৩. গুগল প্লে (play.google.com) থেকে কোন ফাইল জিপ ডাউনলোড করলে সরাসরি এটি স্বয়ংক্রিয়ভাবে আনজিপ(Unzip) এ পরিবর্তিত হয় ।
৪. এছাড়া এর আরও অনেক সুবিধা রয়েছে ।
অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
ধন্যবাদ!
বর্তমান বিশ্বে Android মোবাইল সবচেয়ে বেশি জনপ্রিয় । বিশেষত তরুন প্রজম্নের যারা ইন্টারনেট ও বিভিন্ন সফটওয়ার নিয়ে কাজ করে তাদের কাছে Android সবথেকে প্রিয় । কিন্তু অনেকেই Android মোবাইল দিয়ে PC তে মডেম হিসেবে ইউস করতে পারছেনা ।অন্যান্য মোবাইলে খুব সহজে এটি করা যায় । কিন্তু Android মোবাইলে একটু ভিন্ন । আপনাকে অন্ন ভাবে configer করতে হবে ।

এজন্য আপনাকে যা করতে হবে :
১. প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন । এখান থেকে Easytether PC এর জন্য ডাউনলোড করে নিন । মনে রাখবেন এটি PC তে ইন্সটল করবেন।
২. এখন এই লিঙ্ক থেকে Easytether 0.9.3.apk ডাউনলোড করুন । এটি Android মোবাইলে ইন্সটল করতে হবে ।
৩. এবার ওই apps টি ওপেন হলে Enable USB tethering এ ক্লিক করবেন ।
৪. এরপর মোবাইল এর USB defruging অন করতে হবে ।
৫. এখন আপনার Data cable দিয়ে PC তে connect করুন .
৬. সর্বশেষে PC তে taskbar এর কাছে Easytether এর logo তে ক্লিক করে connect করতে হবে ।
[ বিঃদ্রঃ আপনার মোবাইলের Data connection অন করতে ভুলবেন না ।]
আমার একটি ব্লগ আছে । ভাল লাগলে ঘুরে আশবেন । http://mysolutionsoft.blogspot.com/http://mysolutionsoft.blogspot.com/

সোমবার, ৫ আগস্ট, ২০১৩

আশা করি সবার ভাল লাগবে আর আপনাদের সহযোগিতাও আমার প্রয়োজন পোস্টে কোন ভুল হলে দয়া করে আমাকে বলবেন আমি ঠিক করে দেব ধন্নবাদ
android ফোন ব্যাবহার করেন আর Android Assistant রাখবেন না এইটা কেমনে হয়। সফট এর সাইজ ছোট কিন্তু কাজ গুলা কিন্তু মারাত্মক আপনি সহজেই অ্যাপ ব্যাকআপ নিতে পারবেন {google play store} থেকে নামানো সফট গেম লাইভ ওয়ালপেপার সহ ফোন এ অফিসিয়াল অ্যাপ সহ android Assistant দ্বারা ব্যাকআপ নেয়া যায় এবং আপ্পস ফোন মেমোরি থেকে এস ডি কার্ড বা মেমোরি কার্ড {internal memory} তে মুভ করা যায়
APPS টি ফ্রী download করুন
http://www.mediafire.com/download.php?aifm74tioc784vc
২। ইন্সটল করুন
৩। ওপেন করুন
৪। টুলস এ যান
৫। একদম নিচে দেখবেন app backup & restore
৬। app backup & restore ওপেন করুন
৭। একটু  অপেক্ষা করুন আপনার অ্যাপ গুলু লোড হতে দিন
৮। এইবার আপনি যে যে এপ্পস গুলা ব্যাকআপ নিতে চান তা মার্ক করে ব্যাকআপ এ প্রেস করুন জাস্ট একটু ওয়েট করুন
৯ কাজ শেষ হলে android assistant Close করে  file manager থেকে {ফোন মেমোরি} তে যান { মেমোরি কার্ড এ না }  এ যান দেখবেন androidassistant_appbackup নামে একটি Folder হয়েছে ওই আপ্পস গুলা এই ফোল্ডার এই পাবেন
১০. আর কিছু নাই এই বার লাস্ট কাজ হল কমেন্ট করা :P
সবাই কেমন আছেন? আশা করি ভালই... আজ আমি আপনাদের জন্য একটি ভিন্ন টাইপ এর অ্যাপ
নিয়ে এসেছি। এটি Android os এর জন্য প্রযোজ্য। হাজার হাজার বছর ধরে মানুষ ঘর থেকে বানানো
medicine use করে আসছে। আমার আজকের অ্যাপটি হল Home Remedies। এটি দিয়ে আপনারা
নানা রোগের herbal চিকিৎসা পেয়ে যাবেন। নানা রোগের উপশম এর উপায় এতে আছে।
 Herbal  medicine বাড়িতে প্রস্তুতের
পদ্ধতি এতে লিখা আছে। আমার মতে  এই অ্যাপ টিকে সত্যিকারের স্মার্ট অ্যাপ বলা যায়।
বাজে মন্তব্য গ্রহণীয় নয়। পূর্বে প্রকাশিত হয়ে থাকলে দুঃখিত।
Browse
» P1 একটিভ করুন । তারপর প্রতিদিন
রাত ১১.৩০
খেকে ১২.১৫ পর্যন্ত continue
একটা File download করুন ।
23tk যাবে প্রথমদিন , তারপর
থেকে ফ্রি ব্রাউজ করতে থাকুন
প্রতিদিন ।
Download

»আনলিমিটেড ফাইল ডাউনলোডের জন্য
P4(150MB@60tk pack) নিন
রাত 12.05am এ , 130 মেগাবাইট
ডাটা শেষ হবার পর 30Megabyte
এর একটা বড় ফাইল
একটানা একবারে ডাউনলোড দিন ।
এরপর প্যাকটা আনলিমিটেড হয়ে যাবে ।
আপনি ওইদিন 1.7GB+
ডাটা ডাউনলোড দিতে পারবেন ।আর
ওইদিন 11.30pm থেকে 12.45am
পর্যন্ত ডাটা ইউজ
না করলে কথনো কথনো পরেরদিনেও
আনলিমিটেড ডাউনলোড দিতে পারবেন ।
আর নতুন কার্যকর ট্রিক
পেলে জানানো হবে
কেমন আছেন আপনারা । আশা রাখি ভালো  সবাই আসেন ।
খুব সহজ একটা tricks।
১। প্রথমে P1 লিখে 5000 এসএমএস পাঠিয়ে "pay-as-you-go"  package active করে নিন ।
২। তারপর মোবাইলে internet configuration- এ নিচের মত করে ম্যানুয়াল কনফিগারেশন তৈরি করে নিন :
  • Connection Name: Free/U can use any name
  • Apn: gpinternet
  • Proxy server: grameenphone-cust.opera-mini.net
  • Port: 8080 / 80
  • Browser Protocol – HTTPS
৩। অপেরা মিনি না থাকলে নিচের লিঙ্ক থেকে আপনার মোবাইলের জন্য অপেরা মিনি ডাউনলোড করে ইন্সটল করে নিন ।
http://www.opera.com/mobile/download/versions/

ব্যস এবার আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজ শুরু করে দিন ।
ধন্যবাদ অনেক সবাইকে।MITUL HOWLADER/
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি।  আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে আসছি তা হল Internet security antivirus । সাধারণত আমরা free avast antivirus ব্যবহার করে থাকি। কিন্তু এখন থেকে বিশ্বের নামকরা ২য় Norton internet security ব্যবহার করতে পারবেন ফ্রীতে । আসুন দেখি বিশ্বের প্রধান প্রধান Antivirus এর নাম। যথাঃ-
Norton












1. Kaspersky Antivirus
2. Kaspersky Internet Security
3. Norton Antivirus
4. Norton Internet Security
5. Avast Free Antivirus
6. Avast Free Internet Security
7. AVG Antivirus
8. Avira Antivirus
9. McAfree Antivirus
10. USB Protection
11. Microsoft Security    etc.
নরতন এন্টি ভাইরাস ব্যবহারে খুবই ইজি। তাই দেরি না করে দ্রুত ডাউনলোড করে ফেলুন ২০১৩ এর ইন্টারনেট সেকুরিটি । ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে click করুন ।
ডাউনলোড
এখানে একদম ফ্রীতে ডাইরেক exe ও rar ফাইল পাবেন । কোনো এডফ্লাইয়ের বা survey কোন কিছুর দরকার হয় না । এখন কথা হলো serial key । নিচে কিছু সিরিয়াল কী দেওয়া হলো............
  •     JV3DHJTXGYDR69XVWCKH8V7BV
  •     J47XRKMJWXJKVTBXM3KVKDQG4
  •     JCQ2TCF4FDXT8G6FQG93Y7QDJ
  •     JD3G3XDKCKQFDJWJ4WDRH9VQ6
  •     JKXG78PVD7YYG3G9PCDGDH3YW
  •     JR9274BYKVRHHKDWM7KXW88V3
  •     J7MP6KJC379X4PHMXQJTRDVGK
  •     JBWCWT99CM3FKRJ9YRPQV3R8G

Norton Internet Security 2010-2011-2012-2013

  • J33JXGTCG7343F7T9CGCKDMP6
  • JC3WW8XGDBXYQ6K8QYPQM8G33
  • JFW899HV74QXHMQDDJJR34Q6C
  • JDDXJBW3F29KWF6RX2GVMXM2Y
  • JVTYCXW77Y3R9RG3CW3TCX9TB
  • JMFKFVFXGB42FFYCX3PKB986V
আরও যদি লাগে তবে এই সাইটে জান।Clickধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভুল হলে ক্ষমা করবেন

শনিবার, ৩ আগস্ট, ২০১৩

কোন প্রকার ভিডিও ডাউনলোড সফটওয়্যার ছাড়াই মজিলা ফায়ারফক্স হতে যে কোন ভিডিও ফাইল খুব সহজেই ডাউনলোড করুন!!

BY :MITUL HOWLADER

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের পোস্ট। আশা করি ভিজিটর বন্ধুরা সবাই ভাল আছেন।
যেহেতু মাহে রমজানের শেষ মুহুর্ত, এই বৈকালীন সময়ে বেশী আলোচনা না করে মূল পোস্টের কাজে চলে যাব।
ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করা যায় এই বিষয় নিয়ে পিসি হেল্প লাইনে বেশ কিছু লেখকগণ অনেকগুলো পোস্ট পাবলিশ করেছেণ। তবে এখানে কলা-কৌশল হিসাবে বিভিন্ন সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল যেমন-IDM, DAP, Orbit ইত্যাদি। অবশ্য বিগত পোস্টে আমি FDM নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম কিভাবে সকল সাইট হতে ভিডিও/অডিও বা অন্যান্য ফাইল সমূহ ডাউনলোড করবেন।
a2238
অবশ্য আজকের পোস্টেও অনুরুপভাবে দেখাব কিন্তু একটু ব্যতিক্রম! এখানে আমি আপনাদের সাথে কোন ইউটিলিটি/সফটওয়্যার শেয়ার করব না। মূলত ইউটিলিটি/সফটওয়্যার ব্যতিত কিভাবে খুব সহজেই ইউটিউব সহ অন্যান্য সাইট হতে ভিডিও ডাউনলোড করবেন তা দেখাব। আর হ্যা আমার সাথে কাজটি করতে হলে আপনাদের কিন্তু পিসিতেই মজিলা ফায়ারফক্স লেটেস্ট ভার্সন ইনস্টল থাকতে হবে। তাহলে শুরু করা যাক-
মনে করি আপনি ব্রাউজার হিসাবে মজিলা ব্যবহার করছেন। ব্যাস এবার নেট কানেট করে মজিলা ওপেন করুন।
এবার একটি প্লাইনস ইনস্টল করে নিন- নিচের লিংকে ক্লিক করে
প্লাগইনটি সফলভাবে ইনস্টল হলে মজিলা রিস্টার্ট নিয়ে নিজেই চালু হবে।
অনেকেই হয়ত আইডিএম ব্যবহার করছেন বিভিন্ন উপায়ে কিন্তু এখানে আইডিএম সফটওয়্যার ব্যবহার না করেও মজিলাতে ছোট্ট একটি প্লাগইন্স ব্যবহারের মাধ্যমে আইডিএম এর স্বাদ নিতে পারেন। এবং এটির মাধ্যমে ইউটিউব সহ যে কোন সাইট হতে ভিডিও ফাইল ডাইনলোড করতে পারবেন। প্লাগইনটি ইনস্টল করতে নিচের কৌশলগুলো অনুসরন করুন-
এই প্লাগইনটির নাম- Down Them all
 প্রথমে মজিলা ফায়ার ফক্স কে আপডেট করুন (অপশনাল, তবে আপডেট করা টাই ভালো ) ডাউন দেম অল এড অন টি আপনার ব্রাউজারে ইন্সটল করুন এই ঠিকানা থেকে  । তারপর ডাউনলোড ফ্লাশ এন্ড ভিডিও এড অন টিও এই ঠিকানা থেকে ইন্সটল করে নিন।
আশা করি সফলভাবে কাজটি করতে পেরেছেন। কিভাবে বুঝবেন প্লাগইনসগুলো মজিলাতে ইনস্টল হয়েছে এটি দেখতে কিবোর্ড হতে  Ctrl+Shift+A প্রেস করুন অথবা অ্যাডঅন ম্যানেজার ওপেন করুন। নিচের চিত্র হতে দেখে নিন-
ScreenShot009
এবার ইউটিউব ভিডিও সাইটে প্রবেশ করুন > যে কোন একটি ভিডিওতে ক্লিক করুন। নিচের চিত্র মতে (লাল গোলাকার চিহৃ দেয়া আছে) দেখুন ভিডিও ফাইলের নিচের দিকে এবং মজিলার Navigation Toolbar এর সর্বডানে Download Icon এসেছে।
ScreenShot011
এখানের ডাউনলোড আইকনে ক্লিক করলেই আপনি ভিডিওটি কোন ফরম্যাটে সেইভ করতে চান সেটি সিলেক্ট করে দিলেই হবে।
ভিডিও ফাইলটি কোখায় সেভ করতে চান বা অন্য কিছু পরিবর্তন আনতে চান তাহলে নিম্ন চিত্রটি দেখলেই বুঝতে পারবেন
Screenshot 2013-07-22 01-40-31
আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তবে যারা ইতিমধ্য অন্যান্য সফটওয়্যার ব্যবহার করছেন সেখানেও এই টপিকসটি সমানভাবে কাজে দিবে।

 http://mysolutionsoft.blogspot.com/

পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস শেখার প্রয়োজনীয় ই-বুক


By mitul howlader
ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ব্লগিং সফটওয়্যার । এটি একটি ওপেন সোর্স (ফ্রি) ব্লগিং সফটওয়্যার । কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই ওয়ার্ডপ্রেস এ ব্লগ তৈরি করা যায় । বেশীরভাগ ওয়েব ডেভেলপারগন ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন । কারণ, একটি ডাইনামিক সাইট কিংবা ব্লগ তৈরি করতে ওয়ার্ডপ্রেস-ই সর্বোৎকৃষ্ট । তাই আমার আজকের পোস্ট ওয়ার্ডপ্রেস শেখার ই-বুক নিয়ে । এই বইগুলো পড়লে আপনি পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন ।

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল (প্রাথমিক)

ওয়ার্ডপ্রেস বর্তমান সময়ের বহুল ব্যবহৃত এবং সর্বাধিক জন্যপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্লগিং সফটওয়্যার। এটি মূলত পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরী এবং নিয়ন্ত্রিত একটি ব্লগিং প্যাকেজ সফটওয়্যার। ওয়ার্ডপ্রেসের ব্যবহারের ক্ষেত্রে অনেক গুলো সুবিধা রয়েছে, সেগুলো ধাপে ধাপে পরবর্তীতে দেখানো হবে।
লেখকঃ mitul howlader
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন

ওয়ার্ডপ্রেস সিকিউরিটি

এখন প্রায় প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার ওয়েবসাইট । সেই সাথে প্রতিদিন সাইটের এডমিনগন বিভিন্ন সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন । এর প্রদান কারণ সাইটের নিরাপত্তা । আপনার সাইটের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে রিজোয়ান নিয়াজ রায়ান এর  ”ওয়ার্ডপ্রেস সিকিউরিটি” ।
লেখকঃ রিজোয়ান নিয়াজ রায়ান
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট

যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ কিংবা কাস্টমাইজ করতে চান তাদের জন্য জোভোক্স ইন্সটিউট এর পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে বাংলাদেশে এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে ইবুক ।
লেখকঃ mitul howlader
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন

ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট

আমাদের অনেকেরি জানা নেই যে কিভাবে প্লাগিন বানাতে হয় । যারা ওয়ার্ডপ্রেস এ প্লাগিন বানাতে চান বা শিখতে চান তাদের জন্য  ”ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট”  এই বইটি খুবই গুরুত্বপূর্ণ ।
লেখকঃ mitul howlader
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
বইগুলো ভাল লাগলে কমেন্ট করবেন । ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য ।