সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

আসসালামু আলাইকুম আসা করি ভাল আছেন।
আমি আপনাদের একটি গেমস নিয়ে
আসিয়াছি।আশা করি ভাল লাগবে ।
গেমটি খুবি সন্দুর।আমি এটা খেলেছি
আমার কাছে খুবি ভাল লেগছে।আশাকরি আপনাদের কাছে
ভাল লাগবে। গেমস টি খেলতে যা যা লাগবে
শুধুমাএ লাগবে ২০এমবি ।কারন গেমটির সাইজ মাএ ২০এমবি
গেমস টি zip করা আছে । un zip করতে হবে
AlienShooter
ডাউনলোড করুন
ডাউনলোড করবেন যেভাবে ।
সাইটের যে কোন একটি ডাউনলোড লিংকে ক্লিক কনরু।
একটি নতুন উইন্ডো ওপেন হবে। প্রায় ০.৫ সেকেন্ড সময় শো করবার
মূলকথা Skip Ad এ- ক্লিক করলেই মুল ডাউনলোডের লিংক পেয়ে যাবেন
তারপর free download e ওপেন করলে ডাউনলোড
হয়ে যাবে।
বর্তমানে Android একটি জনপ্রিয় OS.  এক সময় জাভা ও সিমবিয়ান রাজত্য করলে এখন তা দখলে নিয়েছে Android. Android এর অ্যাপসগওলোও তেমন জনপ্রিয়। আপনাদের সাথে Android এর জনপ্রিয় কিছু অ্যাপস শেয়ার করলাম যা আপনাদের কাজে লাগবেই। সব গুলো Android অ্যাপস গুগল ড্রাইভে আপলো করা আছে তাই আশা করি জামেলা হবে না।
Contacts Backup Pro
Contacts Backup Pro - screenshot thumbnailContacts Backup Pro - screenshot thumbnailContacts Backup Pro - screenshot thumbnailContacts Backup Pro - screenshot thumbnailContacts Backup Pro - screenshot thumbnailContacts Backup Pro - screenshot thumbnail
ডাউনলোড এখানে
Windows Live Hotmail
Windows Live Hotmail PUSH mail - screenshot thumbnailWindows Live Hotmail PUSH mail - screenshot thumbnailWindows Live Hotmail PUSH mail - screenshot thumbnailWindows Live Hotmail PUSH mail - screenshot thumbnail
ডাউনলোড এখানে
X-plore File Manager
X-plore File Manager - screenshot thumbnailX-plore File Manager - screenshot thumbnailX-plore File Manager - screenshot thumbnailX-plore File Manager - screenshot thumbnail
ডাউনলোড এখানে
World Clock & Widget
Sense Analog Clock Widget - screenshot thumbnailSense Analog Clock Widget - screenshot thumbnailSense Analog Clock Widget - screenshot thumbnail
ডাউনলোড এখানে
VLC for Android Beta
VLC for Android Beta - screenshot thumbnailVLC for Android Beta - screenshot thumbnail
World Atlas
World Atlas - screenshot thumbnailWorld Atlas - screenshot thumbnailWorld Atlas - screenshot thumbnail
MP3 Cutter & Ringtone Maker
MP3 Cutter & Ringtone Maker !! - screenshot thumbnailMP3 Cutter & Ringtone Maker !! - screenshot thumbnail
Mobile Security & Antivirus
Mobile Security & Antivirus - screenshot thumbnail
যারা  নতুন নতুন সব মুভি পেতে চান তারা  Free Direct Movies Download চলে আসুন এবং আপনার পছন্দের ছবিটি ডাউনলোড করুন।
কোন ছবির জন্য অনুরোধ থাকলে এখানে জয়েন করুন  https://www.facebook.com/AnyaRakamaBhalobasa18?ref=hl আর আপনার পছন্দের মুভির নাম লিখুন, পেয়ে যাবেন আপনার পছন্দের মুভিটি।
সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।এখনতো মোবাইল মানেই আন্ড্রয়েড ট্যাব মানেই এন্ড্রয়েড।এই এন্ড্রয়েডের যোগে নতুন গেমস আর এপস যোগ হচ্ছে গুগুল মার্কেটে।কিন্তু গুগুল মামাতো আর সব কিছু ফ্রিতে দিবে এমন না তার এটার দাম ধরেছে ৪.৯৯ ডলার মানে ৫ ডলারই বলা যায়।কিন্তু গুগুল মামা শুধু ব্যাবসা করে যাবে মানুষ দেখবে এটা তা হয় তাই তারা এটা ফ্রিতে নেয়ার ব্যাবস্থা করে ফেলছে।মনুষ্য জাতিতো ফ্রি ছাড়া কিছুই বুঝেনা বিশেষ করে বাংগালী ফ্রি পেলে কি আর ছাড়ে।আজকে দারুন একটি একশন গেমসের ডাইরেক্ট ডাউনলোড লিংক নিয়ে এলাম।গেমসটি সেইরকম চরম একটি গেমস তা মোটামুটি স্ক্রিন শর্টেই বুঝতে পারবেন।তবে কিছু লোকের কাছে ভালো নাও লাগতে পারে।গেমসের নামতো বলাই হলো না।গেমসের নাম Grand Theft Auto III ।যাই হোক গেমসের কিছু ফিউচার বলছি।
887146415816_1 887146415816_2 887146415816_3
১) টোটাল হাই ডেফিনিশন(এস ডি) গেমস।
২) সময়ের কোন লিমিটেশন নাই।
৩) ইউএসবি কন্ট্রলার সাপোর্ট করে।
৪)ভালো গ্রাফিক্স ডিজাইন
৫) প্রায় ৭/৮ টি ভাষায় এটি চালানো যায়।
গেমটি খেলার জন্য আপনার ১ জিবির মত খালি স্পেস লাগবে।তবে গেমটি ৬০০ মেগাবাইটের একটু বেশি।

    ডাইরেক্ট ডাউনলোড

গেমটির ফিচার সম্পুর্ন নেয়া হয়েছে এখান থেকে
আন্ড্রয়েড এপস গেমসের আপডেট পেতে পারেন ফেইসবুকে

৩ তারিখের পরীক্ষা বর্জনের ঘোষনা দিয়েছে চট্টগ্রাম পলিটেকনিক সহ দেশের কয়েকটি পলিটেকনিক।। আমিও তাদের সাথে একমত। আপনাদের মতামত আশা করছি...
কারণ, বাকাছাপ এর নেতা মিঃ জাকির আমাদের সাথে বেঈমানী করেছে। তবে বাকাছাপ ও সকল ছা্এছাএী আমাদের সাথে আছে >>>>
কারিগরি ছাত্র পরিষদ-বাকাছাপ এর
ফেইসবুক পেজ >> বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ-বাকাছাপ
বাকাছাপ [ বাকাছাপ এর নেতা মিঃ জাকির] হঠাত্‍ আমাদের সাথে এমন কেন করল বুঝে উঠতে পারছিনা। কয়েকদিন ধরে আমার জিহ্বাতে বড় ধরণের ক্ষত হয়েছে। যার তীব্র ব্যথায় আমি ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারছিনা কিন্তু আজ যখন আমাদের ডিপ্লোমা নিয়ে ষড়ন্ত্র শুরু হয়ে তা দেখে আর ঘরে বসে থাকতে পারলাম না ছুটে গেলাম কলেজের আন্দোলনের ময়দানে চিত্‍কার, সামান্য শ্লোগান দেওয়ায় গলায় এবং জিহ্বায় প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছি ঠিক সেই মূহুর্তে খবর পেলাম ১,২ তারিখের পরীক্ষাগুলো স্থগিত আর তিন তারিখ থেকে যথারীতি পরীক্ষা শুরু হবে। আমি সামন্য ব্যথা নিয়ে বই পড়তে কষ্ট হয়ে যাচ্ছে অথচ অন্যদিকে আমাদের ভাইয়েরা পুলিশের গুলি,টিয়ারশেলের আঘাতে সারা শরীর জর্জরিত হয়ে গেছে এবং অনেককে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিয়েছে।তাদের ওপর কেমন অত্যাচার চলতেছে আল্লাই মালুম! তারা কিভাবে বই নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিবে?? কিভাবে তারা পরীক্ষার হলে বসে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিবে? জবাব চাই বাকাছাপ!
নরমাল একটা সেট নকিয়া C1-01 দিয়ে কথাগুলো টাইপের সময় আহত/নিহত/গ্রেফতারকৃত ভাইদের কথাগুলো মনে পড়ায় আমার চোখ বেয়ে অঝুরে ঝরছিল চোখের পানি! কিন্তু এই কথাগুলো একটু ও মনে পড়ল না আমাদের বাকাছাপের উপরের সারির নেতাদের??
ধিক্কার! ধিক্কার! ধিক্কার!
ডিপ্লোমাদের নিয়ে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কিন্তু সে যে হোক না কেন এই ষড়যন্ত্রকারীদের হাত গুটিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ.
অবিলম্বে হঠাত্‍ ৩ তারিখ থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত বাতিল করতে হবে! এবং আমাদের গ্রেফতার করা ভাইদের দ্রুত নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করতে হবে.অসুস্থ ভাইদের চিকিত্‍সার ব্যবস্থা করে দিতে হবে!
কয়েক-জনের কমেন্ট উল্লেখ করলাম:
> বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ-বাকাছাপ:
৩ তারিখের পরীক্ষায় খাতায় কি লিখবেন?
যখন দেখবেন পাশের সিটের ছাত্র ভাইটি আসতে পারেনি,
হাসপাতালে গুলি খেয়ে কাতরাচ্ছে...
৩ তারিখের পরীক্ষায় খাতায় কি লিখবেন?
যখন দেখবেন টেবিলে টেবিল দেওয়া এতো সাদা খাতা নয়
এতো শহীদ ছাত্র ভাইয়ের ছেঁড়া জামা...
৩ তারিখে পরীক্ষায় খাতায় কি লিখবেন?
যখন দেখবেন কলমের মুখ দিয়ে কোন কালি বের হচ্ছেনা,
কেবল গল গল বেরিয়ে যাচ্ছে তাজা রক্তের বহমান স্রোত...
৩ তারিখের পরীক্ষায় খাতায় কি লিখবেন?
যখন দেখবেন আপনার সব আছে কেবল বিবেকটাই
ফাঁকি দিয়ে চলে গেছে..

> সোমা আক্তার : বাকাছাপের আজকের সিদ্বান্তে আজ যতটুকু কষ্ট পেলাম সেরকম কষ্ট লাষ্ট কবে পেয়েছিলাম মনে নেই । ৩০ তারিখ সন্ধ্যার পর থেকে দীর্ঘক্ষণ কেঁদেছি এই মনে করে যে আমার সহপাঠী ১৪জনের লাশের বিনিময়েও দুই দফা পুরোপুরি আদায় করতে পারলাম না ! হে শহীদ ভেইয়েরা আমার , মাফ করে দিও আমাদের । অন্তত আমাকে বিশ্বাস করতে পারো , আর কেউ নাহোক আমি সোমা ৩ তারিখের পরিক্ষায় অংশগ্রহণ করবো না । ক্যাম্পাসে কিভাবে যাবো পরীক্ষা দিতে ! তোমার তাজা রক্তের গন্ধে সাদা কাগজের উপর যে আমি কলম চালাতে পারবো না ! বাকাছাপের মীরজাফর নেতাদের তুমি কেউ না হতে পারো কিন্তুু তুমি যে আমাদের সহপাঠী , বন্ধু সেটা আমি অস্বীকার করবো কি করে ! আবারো নির্লজ্জের মতো বলছি বন্ধু , ক্ষমা করে দিও আমাদের । হয়তো ৩ তারিখ তোমার না ফেরার দেশে চলেও আসতে পারি আমি
> Shahed Abdullah: এই দেশে জীবন এর থেকে গাড়ির দাম অনেক বেশি । তাই যদি না হবে ,তা হলে গাড়ি ভাঙ্গার অপরাধে কেন ছাত্রদের গুলি করে হত্যা করা হল । এর কি কোন বিচার হবে না। পুলিশ নিরস্ত্র ছাত্রদের ওপর যে নির্যাতন করল ,সেটা খুবি নেক্কার জনক । আমরা এর তিব্র নিন্দা জানাই । যে ভাই গুল হাসপাতাল এ যন্ত্রনাই কাতর তাদের কথা কি ভেবে তার পর বাকাছাব ৩ তারিখ থেকে পরিক্ষা দেবার ঘোষনা দিয়েছে । আমার তো মনে হয় তারা তা ভাবে নি । এই অবস্তাই কে কে পরীক্ষা দিতে চান ?
>Sajjad Hasnain: বোর্ড এবং বাকাছাপের হঠাত্‍ সিদ্ধান্ত ও আমার কিছু কথা! ১, ২ তারিখের সকল পরীক্ষা স্থগিত। ৩ তারিখ থেকে পূর্বের ঘোষিত সময়সূচি অনুযায়ী সকল পরীক্ষা আরম্ভ হবে বলছে বোর্ড। এই সম্পর্কিত একটি Pdf ফাইল BTEB ওয়েবসাইটের নোটিশবোর্ডে ও ঝুলিয়ে রাখছে।
এখন আমার কথা হচ্ছে হঠাত্‍ বোর্ডের এই সিদ্ধান্ত কেন? শুনতেছি এইটা নাকি বাকাছাপের ও শেষ সিদ্ধান্ত! তাহলে বলুন আন্দোলন করে আমরা যা চেয়েছি তা কি আমরা পুরোটা পেয়ে গেছি অর্থ্যাত্‍ আমাদের দাবীগুলো কি পুরিপূর্ণ আদায় হয়ে গেছে?
যদি হয়ে গেছে মনে করেন তাহলে যারা এই আন্দোলনে আহত, গ্রেফতার হয়েছে তাদের অবস্থা কি হবে?
তারা কি পরীক্ষা দিতে পারবে?
হঠাত্‍ আমরা যদি পূনরায় পরীক্ষা দিতে রাজি হয়ে যায় তাহলে যাদের আত্বত্যাগে আমাদের দাবী আদায় হয়েছে ঐ ভাইগুলোর সাথে বেঈমানি করার শামিল হবে না?
আমরা কেউ পরীক্ষা না দিতে চায় না কিন্তু পরীক্ষাগুলো আহত ভাইদের সুস্থতার পর এবং গ্রেফতারকৃত ভাইদের নিশর্ত মুক্তির পর দিলে ভালো হতো না?
--
যারা এই আন্দোলনে নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে  ।
> BIGC:
মিঃ জাকির একটু
ভেবে দেখুন,
যারা আহত হল
তাদের পরিক্ষার
প্রস্তুতি কি হবে?
আপনার কথায়
পরিক্ষা বর্জন করেছি,
বুক পেতে বুলেট খেয়েছি,১৪৪ধারা ভেঙেছি
আর আপনারা এই
করলেন??
©S (BIGC)
আসুন আমরা কারিগরি ছাত্র পরিষদ-বাকাছাপ এর অন্দোলন সফল করি…
কারিগরি ছাত্র পরিষদ-বাকাছাপ এর
ফেইসবুক পেজ >> বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ-বাকাছাপ
“দাবী মানুক আর নাই মানুক অন্তত আগামী এক
সপ্তাহ কোন পরিক্ষা হওয়া উচিত নয়।কারণ
আন্দোলন করতে গিয়ে ইতি মধ্যে শত শত
ছাত্র গুরুতর আহত হয়েছে।যাদের পক্ষে এখন
পরিক্ষা দেওয়া সম্ভব নয়।আর
আমরা যদি তাদের বাদ
দিয়ে পরিক্ষা দিতে যাই
তাহলে ভবিষ্যতে আর কোন আন্দোলন
ঐক্যবদ্ধ ভাবে গড়ে উঠবে না ”
asphalt 7 heat
এই গেমসটি অনেক নাম পেয়েছে,
দারুন গ্রাফিক্স এর সাথে মিউজিক দিয়ে,
সবাই এর মজা শেষ করতে না করতেই এসে গেল এর পরের ভার্শন asphalt 8 airborne
আগের তুলনায় অনেক ভালো করেছে এই গেমসটি ।
গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এই গেমস -- https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA8HM
এটা একটা পেইড গেমস, আমি এখনো ভালো কোন সাইটের ফ্রি ডাউনলোড লিঙ্ক পাচ্ছিনা, পেলে অবস্যই আপনাদের দিব,

আমি গুগল প্লে থেকে ডাউনলোড করেছি -
just osam গেমস,
 like this

https://www.facebook.com/AnyaRakamaBhalobasa18?ref=hl
নিয়ে নিন ফেবু এর স্ট্যাটাস এর জন্য কিছু সুন্দর সুন্দর ইমেজ কোড

বিঃদ্রঃ কেও যদি আগে থেকে জানেন তাহলে রাগ করবেন না ,

আজ আমি নিয়ে এছেছি কিছু কোড যা ফবু তে লিখলে ইমেজ হইয়া যাইব ,

কোড -
[[280345208771526]]
[[280350198771027]]
[[280350552104325]]
[[180260102152722]]
[[180260758819323]]
[[180260172152715]]
[[180260252152707]]
[[180260318819367]]
[[180260452152687]]
[[180260538819345]]
[[180260682152664]]
[[280345088771538]]
[[180260758819323]]
.
preview -

আমার ফেবু আইডি
আমার পেজ

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ রক্ষা করে থাকি।
ফেসবুকে প্রত্যেকের একটি গুরত্বপূর্ণ একাউন্ট থাকে এবং যেটি দিয়ে সবার সাথে সহজেই যোগাযোগ করা হয়। এছাড়াও জরুরী ভিত্তিতে যোগাযোগের জন্য উক্ত একাউন্ট টি পরিচিত সবার সাথে শেয়ার করা হয়। এসব কারণে ফেসবুক একাউন্ট অনেকটা গুরত্বপূর্ণ হয়ে পড়ে। প্রয়োজন হয় বিশেষ নিরাপত্তা প্রদানের। নিরাপত্তাহীন ফেসবুক একাউন্ট সহজেই হ্যাকারের দ্বারা হ্যাক হয়ে যায়। যদি এরকম গুরত্বপূর্ণ ফেসবুক একাউন্ট হ্যাকারদের দ্বারা হ্যাক হয়ে যায় তাহলে মাথায় হাত ছাড়া আর কিছুই করার থাকেনা।
আমি আজ আপনাদের কে ৫টি উপায় শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক একাউন্ট হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারবেন।
নিম্নে সেগুলো দেয়া হল-

1. Secure ব্রাউজিং Enable করুন-

Secure ব্রাউজিং বলতে মূলত একটি সুরক্ষিত ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফেসবুক ব্রাউজ করাকে বুঝানো হয়েছে। নিরাপদ কানেকশন এর মাধ্যমে একটি সফল হ্যাকিং আক্রমণ থেকে 90% ঝুকিমুক্ত থাকা সম্ভব। Secure ব্রাউজিং Enable করতে এখানে ক্লিক করুন।

2. Text message নাটিফিকেশন Active করুন-

ফেসবুক সকল FB ব্যবহারকারীদের বিনামূল্যে টেক্সট মেসেজ নাটিফিকেশন সুবিধা প্রদান করছে। যখন কোনো কম্পিউটার অথবা মোবাইল থেকে আপনার একাউন্টে ঢোকা হবে তখন টেক্সট মেজেস নাটিফিকেশন আপনার কাছে পৌছে যাবে। এরপর আপনি সহজেই বুঝতে পারবেন আপনি নিজে অথবা হ্যাকার আপনার একাউন্টে লগইন করেছে কিনা। তখন আপনি দ্রুত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করিতে পারবেন।

3. সর্বদা একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন-

শক্তিশালী পাসওয়ার্ড হ্যাকার থেকে ফেসবুক একাউন্ট সংরক্ষণ করার সেরা উপায়। যদি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সর্বনিম্ন ৩টি ক্যাপিটাল লেটার, ৩টি স্মলার লেটার, ৩টি নাম্বারির সংখ্যা ব্যবহার করতে হবে (উদাহরণস্বরুপ- BCDefg123)। এই ধরনের শক্তিশালী পাসওয়ার্ড আপনার ফেসবুক একাউন্টের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধি করতে সহায়তা করবে।

4. 3rd পার্টি এপ্লিকেশন ব্যবহার করার সময় সতর্ক থাকুন-

ফেসবুকে আরো মজা এবং আরো আরামদায়ক করার জন্য তৃতীয় পক্ষের Apps এর অভাব নেই। কিন্তু এখন হ্যাকাররা এগুলো কে ব্যবহার করে তাদের হ্যাকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা কোন নির্দিষ্ট সময়ে এগুলো ব্যবহার করে থাকি কিন্ত ব্যবহার শেষে সেগুলো কে remove/disable করতে ভূলে যাই। এর ফলে আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক হতে পারে।
সুতরাং এখানে ক্লিক করে এপস্ সেটিং পৃষ্ঠায় যান, তারপর যেসব এপস্ আপনি ব্যবহার করছেন না সেগুলো কে disable করে দিন।

5. নিরাপত্তা সফ্টওয়্যার ব্যবহার করুন-

আপনার পিসির জন্য keylogger অথবা remote access Trojan (RAT) খুবই বিপজ্জনক। এগুলো হাত থেকে বাচার জন্য সঠিক নিরপত্তা সফটওয়ার ব্যবহার করুন।
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । আজকে অনেক দিন পর পোস্ট করতে বসলাম । কি নিয়ে লিখব চিন্তা করে পাচ্ছিলাম না । তবে হঠাৎ করে এই বিষয়টা মনে পরে গেল তাই আপনাদের সাথে শেয়ার করলাম । পোস্টটি আপনাদের ভালো লাগলেই আমার লেখা সার্থক । অনেক বেশি বক বক করে ফেললাম । মূল কথাই আসি । আমরা বই পড়তে সবাই ভালোবাসি । বইয়ের ডিজিটাল ভার্সন হচ্ছে ইবুক । এই ইবুক এর কারনে আমাদের বই পড়ার অভ্যাস দিনে দিনে বেড়ে চলছে । আমি নিজেও ইবুক প্রেমী । আপনি কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেটে পিডিএফ রিডারের সাহায্যে ইবুক পড়তে পারবেন । আমরা ইবুক গুলো সাধারনত ইন্টারনেট থেকে ডাউনলোড করি । আজ আমাদের ইন্টারনেট বিশ্ব বাংলা বই ডাউনলোড করার ওয়েবসাইট দিয়ে পরিপূর্ণ । আপনি খুজলে হাজারটা বাংলা বই ডাউনলোড করার ওয়েবসাইট পাবেন । কিন্তু বেশিরভাগ ওয়েবসাইট গুলো থেকে বই ফ্রিতে ডাউনলোড করা যায় না । আমি আজ সবথেকে সেরা বাংলা বই ফ্রী ডাউনলোড করার ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব ।
বাংলা বই ফ্রী ডাউনলোড করার সেরা ওয়েবসাইঃ-
পোস্টটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু । আর হে ভুল ত্রুটি হতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আজ তাহলে বিদায় নেই । সবাই ভালো থাকবেন ।https://www.facebook.com/mitul.howlader.1

অ্যান্ড্রয়েডের জন্য সবসময়ই চমৎকার সব অ্যাপ তৈরী হচ্ছে । অ্যান্ড্রয়েডের জন্য বর্তমানে সবচেয়ে চমৎকার একটি বলা যায় এটিকে। কেননা, এর কাজটিই হচ্ছে সেন্সরভিত্তিক । আমরা অনেক সময় এমন সব কাজে ব্যস্ত থাকি যে, মোবাইলে কোনো ইনকামিং কল আসলে তা আর হাত ব্যবহার করে রিসিভ করতে পারি না। সেক্ষেত্রে, সহজেই ফোনটি রিসিভ করা যায় এটি ব্যবহার করা যায় । আর এজন্য মোবাইলে কোনো প্রকার স্পর্শ ছাড়াই মোবাইলের উপরে হাত নাড়ালেই চলবে । আর তাতেই মোবাইলের ইনকামিং কলটি রিসিভড্ হয়ে লাউড স্পিকারে কথোপকথন করা যাবে । অ্যাপটি ইনস্টল করার পর এটিকে ওপেন করলে কিছু প্রিফারেন্স সেটিংস্ দেখাবে যা পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে  ক্লিক করুন।
ধন্যবাদ!আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস)
অ্যান্ড্রয়েডের জন্য বর্তমানে কতই না অ্যাপ তৈরী হচ্ছে । অ্যান্ড্রয়েডের জন্য এমন এক ধরনের অ্যাপ তৈরী করা হয়েছে যা দিয়ে সহজেই আপনার যেকোন ছবিতে ইফেক্ট যুক্ত করতে পারেন । ছবিকে রিসাইজও করার পাশাপাশি এটি ব্যবহার করে সহজেই যা যা করা যায় :-
১. সব ধরনের ইফেক্ট যুক্ত করা যায়,
২. ক্রপ, ফ্লিপ, রোটেশনও করা যায়,
৩. সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করা যায়,
এছাড়াও আরো অনেক ফিচার আছে যা একটি ইমেজকে আকর্ষনীয় করে তোলে ।
অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন । ধন্যবাদ।

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩

Symphony W20,W10,W30…. Walton Primo, C1 সহ কিছু সেট এর রুট করার দারুন ও সহজ উপায়

Ads by Techtunes - tAds
4k_symphony-zlকয়েক দিন থেকে আমাদের সম্মানিত ভিজিটররা তাদের ওয়ালটন সিম্পনির সেট গুলার রুট করার পদ্বতি জানার জন্য অনেক ম্যাসেজ করেছে তাই তাদের জন্য এই পোস্ট।আপনি হয়তো আপনার আন্ড্রয়েড সেটটি রুট করার জন্য বসে রয়েছেন কিন্তু পারছেন তাই আপনাদের সামান্য পরিমান হলেও সাহায্য করে দেখছি যেনো আপনারা আপনার দামি আন্ড্রয়েড সেটটিকে রুট করতে পারেন।আমাদের সেট রুট করতে কয়েকটি ধাপ অনুসরন করতে হবে।ধাপ গুলো হলো:
তা Unlock রুট মেথড:-
First step Unlock Root ডাউনলোড লিংক :
http://evilhackers.com/Android/unlockroot23-eng.rar
&&& ড্রাইভার লিংক (এটি দিয়ে সিমফোনি W10,Primo,W30,W20 সহ বিভিন্ন ফোনের ড্রাইভার হিসেবে কাজ করেছে) :
http://www.mediafire.com/?cii5vove7wxq749
Second Step রুটিং পদ্ধতি :
1st Step প্রথমে unlock root সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন.(32 bit)
2nd Step এখন আপনার ফোনের ড্রাইভার ইন্সটল করুন.
3rd Step আপনার মোবাইল রিসেট দিন.
4th step মোবাইল বন্ধ করে সিম,মেমোরিকার্ড ­ খুলে নিন.
5th Step মোবাইল অন করে Application>>De­velopment এ গিয়ে USB debugging অন করুন.
6th Step ডাটাক্যাবল দিয়ে কম্পিউটারের সাথে মোবাইল সংযুক্ত করুন.
7th Unlock root অপেন করে রুট বাটনে ক্লিক করুন.আপনার মোবাইলের মডেল দেখালে সিলেক্ট দিন.
8th Step কয়েক সেকেন্ড পর রিস্টার্ট নিতে বলবে. No ক্লিক করেন.
9th step এবার ডাটাক্যাবল থেকে মোবাইল বিচ্ছিন্ন করে, মোবাইল অফ করে অন করেন.
10th Step মোবাইলের মেনুতে প্রবেশ করুন. Super User নামের একটি এপ্লিকেশন আসছে. তার মানে আপনি রুটেড.
বি:দ্রঃ রুট করলে ওয়ারেন্টি চলে যেতে পারে.নিজ দায়িত্বে রুট করবেন. কোন ক্ষতি হলে কেউ দায়ী থাকবে না।সুতরাং সব কিছু নিরাপদ ভাবে করবেন।
লেখাটি সম্পুর্নভাবে নেয়া হয়েছে androik.com থেকে এবং এখান থেকেই প্রকাশিত
click 
like this page