মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কি কারনে আপনার ফেইসবুক একাউন্টটি কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে ?

কি জন্য ফেইসবুক একাউন্টটি কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে ? দেখা যায় হঠাৎ একজন ফ্রেন্ড ফ্রেন্ডলিস্ট থেকে উদাও ।পরে সেই বন্ধুকে প্রশ্ন করলে ,উত্তর মিলল যে “দোস্ত ফেইসবুক তো আমার একাউন্ট বন্ধ করে দিয়েছে”। বিভিন্ন কারনে আপনার ফেইসবুক একাউন্ট বন্ধ হতে পারে,তাই এসব ব্যপারে আমাদের সতর্ক থাকা উচিত । এবার আমরা আলোচনা করব কি কি কারনে আপনার একাউন্টটি ফেইসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে ।

পর্নগ্রাফীঃ ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার প্রধান কারন হল পর্নগ্রাফী। আপনার ফেইসবুক প্রোফাইল বা অন্য কোথাও আপনি যদি এই ধরনের কোন ছবি বা ভিডিও ব্যবহার করেন, তাহলে ফেইসবুক আপনার একাউন্ট ব্যান করবে কোন রিপোর্ট অথবা নোটিশ ছাড়া। তাই আপনার প্রফাইলে এসব আপত্তিকর ছবি বা ভিডিও আপলোড থেকে বিরত থাকুন ।আবার কেউ যদি আপনাকে এরকম ছবি বা ভিডিও তে ট্যাগ করে তাহলে সাথে সাথে নিজেকে আনট্যাগ করুন ।
ভাষার অপব্যবহারঃ স্টাটাস আপডেট ,ম্যাসেজ আদান-প্রদান অথবা কারও স্টাটাস বা ছবিতে কমান্ট এর সময় আপনার ভাষার প্রতি খেয়াল রাখতে হবে। আপনি যদি, আপত্তিকর ভাষা ব্যবহার করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ আপনার নামে রিপোর্ট করতে পারে এবং ফেইসবুক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
মেকি প্রোফাইলঃ আপনি যদি আপনার নিজের নামের বদলে কোন সেলিব্রেটি অথবা অন্য কারও নামে অন্য কোন উদ্দেশ্যে একাধিক প্রপাইল ব্যবহার করেন তাহলে ফেইসবুক আপনাকে সনাক্ত করে খুব তাড়াতড়ি আপনার একাউন্ট বন্ধ করে দেবে ।
হুমকি দেয়া: কখনোই আপনার ফেইসবুক একাউন্ট থেকে কাউকে হুমকি দেবেন না ।আপনি বক্তব্য যদি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে অথবা কারও জন্য হুমকীস্বরুপ হয় ,তাহলে ফেইসবুক এই বিষয়টি খুব গুরুত্বের সাথে নেয় এবং খুব দ্রুত একাউন্ট সাসপেন্ড করে দেয়।
স্প্যামিং করাঃ এখন ফেইসবুক খুললেই এই বিষয়টি দেখা যায় ।আপনার পন্য বা ওয়েব সাইট প্রোমোট করার জন্য যদি গ্রুপ বা ইভেন্ট খূলেন এবং মিথ্যা তথ্য দিয়ে এটা প্রচার করেন ,কারও প্রপাইলে অযাচিত শেয়ার করেন তাহলে ফেইসবুক আপনাকে এক্ষেত্রে কয়েকটি নোটিশ দিবে এসব বন্ধ করার জন্য। তা নাহলে ৩য় বার আপনাকে নোটিশ দেয়ার আগেই আপনার প্রপাইল বন্ধ করে দিবে । তবে একটি নির্দিস্ট সীমা পর্যন্ত এটি করা যেতে পারে যেটি স্প্যামিং এর পর্যায়ে পড়ে না।
অতিরিক্ত বন্ধু রিকোয়েস্টঃ প্রতিদিন ২০টির বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। যত কম হয় ততই ভালো। ফেইসবুক একাউন্ট বন্ধ হবার এটি আরেকটি অন্যতম কারন।অতিরিক্ত ম্যাসেজঃ আপনি যদি আপনার বন্ধুদের ওয়াল অথবা ইনবক্সে প্রতিদিন অনেক বেশি ম্যাসেজ পোস্ট করেন, তাহলে আপনার ফেইসবুক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আর একই ম্যাসেজ বার বার দিতে চাইলে সেখানে কিছুটা পরিবর্তন করে দিন। নাহলে ফেইসবুক এটি স্প্যাম হিসেবে ধরবে।
একজন সচেতন ফেইসবুক ব্যবহারকারী হিসাবে আপনার প্রপাইর নিরাপত্তার জন্য উচিত হবে উপরের বিষয়গুলো একটু মেনে চলা ।
(ইন্টারনেট ও বিভিন্ন ব্লগ অবলম্বনে)
————————————–
বর্তমানে ফেইসবুক খুললেই দেখা যায় অনেক স্প্যাম এ হোম পেইজ পূর্ন হয়ে গেছে।এগুলো এমন দক্ষভাবে তৈরি করে ফেইসবুকে ছাড়া হয় যে আপনি সহজেই বুজবেন না যে এগলো স্প্যাম ,হতে পারে আপনার জন্য ক্ষতির কারন ,চুরি করতে পারে আপনার অনেক গুরুত্বপূর্ন তথ্য।বর্তমানে এগুলো ফেইসবুকে খুব বেশিই দেখা যায়।এবার আমরা আলোচনা করব কিভাবে এই স্প্যাম সনাক্তকরা যায় ।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলেই দেখতে পারবেন কোনো একজন বন্ধুর পাঠানো লিংক। লিংকটিতে লেখা আছে, ‘ওহ মাই গড!! ইউ লুক সো স্টুপিড ইন দিস ভিডিও।’ অথবা “সি ওউ ভিউস ইউর প্রপাইল” ইত্যাদি এটা খুবই স্বাভাবিক যে কৌতূহলবশত যেকোনো মানুষই নিজের সম্পর্কে এমন কিছু ফিড থাকলে তাতে ক্লিক করবে। পরে এ ধরনের লিংকগুলো ফেসবুক ব্যবহারকারীদের জন্য নানা ধরনের সমস্যা তৈরি করে। লক্ষ্য করলে দেখবেন এই লিংকগুলোতে ক্লিক করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের অন্য বন্ধুদের ওয়ালেও পৌঁছে যায়। এ নিয়ে নানা রকম বিব্রত পরিস্থিতিও তৈরি হতে পারে।
এ ধরনের লিংকগুলো আসলে ‘স্প্যাম’। এর ফলে ঘটে যেতে পারে ভয়াবহ কোনো বিপদ। হ্যাকাররা সাধারণত স্প্যামের মাধ্যমে ব্যবহারকারীর ঠিকানা, পাসওয়ার্ড, মোবাইল নম্বর এমনকি ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড-সম্পর্কিত বিস্তারিত তথ্য চুরি করে থাকে।টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে অনলাইন নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির কর্মকর্তা ক্রিস্টিয়ান ফ্রাংক বলেন, আগে হ্যাকাররা সাধারণত ই-মেইলের মাধ্যমে এ ধরনের তথ্য চুরি করত। বর্তমানে তারা সামাজিক যোগাযোগের সাইটগুলোকে এসব অপকর্মের স্থান হিসেবে বেছে নিয়েছে। কারণ, এসব সাইটের মাধ্যমে একসঙ্গে অনেক বেশি মানুষের তথ্য জেনে যাওয়ার সম্ভব হয়।স্প্যাম চিহ্নিত করার উপায় এ ধরনের কোনো লিংক যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসে এবং সেটি একাধিক ব্যক্তির কাছে পাঠানো হয়, এমনকি লিংকটি যদি আপনার ফেসবুক নিউজফিডেও পাঠানো হয় তাহলে সেটা ‘স্প্যাম’ হতে পারে। কে আপনার ফেসবুক প্রোফাইল দেখছে, এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন যা আপনাকে প্রতিশ্রুতি দেবে তা অবশ্যই স্প্যাম। আপনাকে প্রলুব্ধ করে এমন কোনো বার্তা, ছবি, অবিশ্বাস্য

কোনো সংবাদ, এমনকি কোনো প্রতিযোগিতা; যা আপনাকে অনেক টাকা এনে দেবে, তাও স্প্যাম হতে পারে। অনেক সময় আইপড বা আকর্ষণীয় অনেক পুরস্কারের সুযোগ দিতে চাইলে তা স্প্যাম হওয়ার আশঙ্কা অনেক বেশি। এমন কোনো তথ্য যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মেলে না, তা স্প্যাম হওয়ার আশঙ্কা আরও বেশি। তাই এ ধরনের লিংক বা বার্তা সম্পর্কে আগেভাগে সচেতন থাকাই ভালো।
আপনার উচিত হবে এসব লিংকগুলো সম্পর্কে রিপোর্ট করা, নয়তো আপনার না করলেও আপনার বন্ধটির ক্ষতি করতে পারে ।তাই লিংকের নিচে থাকা রিপোর্ট বাটনটি দিয়ে রিপোর্ট করুন ।
কয়েকটি স্প্যাম :
ওসামা ভাইরাস/স্প্যাম: এটাতে ক্লিক করলে এটি নিজে নিজেই রেপ্লিকেট করতে থাকে এবং অন্য ফেইস বুক বন্ধুদের সুত্র ধরে সাজেস্ট করতে থাকে। এটাকে স্প্যাম হিসেবে চিহ্নিত করুন। অন্যদের সতর্ক করুন।
ফেইসবুকে চ্যাটে স্প্যাম
ফেইসবুকে চ্যাটে নতুন স্প্যাম ফেইসবুক চ্যাট এ স্প্যাম ছড়াচ্ছে “লল ইস দ্যাট ইউ?” নামে একটি লিংক। ফেইসবুক তদন্ত করে এই নতুন পরিকল্পিত স্পামটির ব্যাপারে নিশ্চিত হয়েছে। এই স্পামটি ফেইসবুক চ্যাটের মাধ্যমে বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। খবর সিনেট এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মেসেজটি বলছে �লল ইস দ্যাট ইউ?� এটি এমনভাবে সম্পন্ন করা হয়েছে যে দেখলে মনে হবে এটি কোন ভিডিও এর লিংক, কথাটি সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন তারই কোনো ফেসবুক বন্ধু। আর এক্ষেত্রে, লিংকটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি �৪০৪-পেইজ নট ফাউন্ড� এরর মেসেজের একটি ওয়েব পেইজ দেখায় এবং সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে স্পামটি তার অন্তত একজন বন্ধুর কাছে চলে যায়।
(ইন্টারনেট অবলম্বনে)
ফেইসবুকে আপডেটের জন্য যুক্ত থাকতে পারেন এখানে Facebook

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন