শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

Photoshop Zone:আপনার শার্ট এর কালার পরিবর্তন করুন । [অবশ্যই আপনার কাজে লাগবে]

>>> এই পোস্টটি ২,৩০১ বার দেখা হয়েছে <<< আসসালামু আলাইকুম,
আজকে আপনাদের একটা গুরুত্ব পূর্ণ জিনিস শিখাব । এটা আপনাদের অনেক কাজে আসবে । তবে অবশ্যই প্রয়োজনীয়তা ও কাজ দেখে নিন। 
 

প্রয়োজনীয়তা ও কাজ :    কথারকথা আপনি কোথাও এক দিন এর জন্য বেড়াতে গিয়েছিলেন। আপনি অনেক জায়গাতে ঘুরলেন। কিন্তু আপনি যে সব ছবি তুলবেন সবই কিন্তু একই শার্ট পরা অবস্থায়। এটা দেখতে কেমন বেখাপ্পা লাগে। আজকের পোস্ট দেখার মাধ্যমে আপনি শার্ট এর কালার পরিবর্তন করতে পারেন।

তাহলে শুরু করা যাক_______________________________
### প্রথমে ফটোশপ ওপেন করুন। তারপর আপনার সেই ছবিটা ওপেন করুন যেটার শার্ট এর কালার পরিবর্তন করতে চান । { file>>open>>সেই ছবি >> open } । এবার কীবোর্ড থেকে “M” চাপুন বা টুলবার থেকে rectangular marquee tool সিলেক্ট করুন । এবার নিজের ছবির আশপাশ সিলেক্ট করে নিন।

### এবার ( উপরের মেনু বার এ ) image>>adjustment>>hue/saturation এ ক্লিক করুন অথবা ctrl + U
চাপুন। তাহলে একটা box আসবে। সেখানে (edit লেখা) একটা কালার সিলেক্ট করার একটা অপশন দেখবেন। সেখান থেকে master বাদে যেকোনো কালার সিলেক্ট করুন । এই অবস্থাতেই ছবির শার্ট এ ক্লিক করুন। (click করার মাধ্যমে শার্ট এর কালার সিলেক্ট হয়)


### Hue কমে আর বাড়িয়ে শার্ট এর কালার পরিবর্তন করুন । saturation কমে আর বাড়িয়ে শার্ট এর উজ্জলতা পরিবর্তন করুন । lightness কমে আর বাড়িয়ে শার্ট গাড় বা  হালকা করুন । এভাবে শার্ট এর কালার পরিবর্তন করুন ।

******************************************************************************************************
তবে যদি আপনার ছবি টা নিচের ছবির মত হয় তাহলে হবেনা। নিচের শার্ট এর কালার আর আমার দেহের কালার একই। উপরের ছবি তে শার্ট এর কালার এর সাথে চারকোণা সিলেক্ট করা বক্স এর কোন কালার এর সাথে মিল খায় না ।মানে শার্ট ছাড়া নীল কালার নাই। 


#######     আপনি যদি এই ছবিটার শার্ট এর কালার পরিবর্তন করতে যান তাহলে এরকম হবে ______


####  তবে চিন্তার কারন নাই । এরও বিকল্প উপায়ও আছে।

                               ____  বিকল্প উপায়____


####   আপনি প্রথমে পিকচার এর শুধু শার্ট টা সিলেক্ট করে নিন  ( pen tool দিয়ে ) ।
{{{ আপনি সিলেক্ট করতে না পারলে এখানে ক্লিক করে  আমার আগের পোস্টটা  দেখেন । এখানে কিভাবে সিলেক্ট করবেন টার বর্ণনা দেওয়া আসে । সেই লাইন গুলো নীল কালার করা আসে। শুধু নীল লেখাটা follow করুন  }}} 


### সিলেক্ট করা হলে আগের মত ভাবে hue/saturation থেকে শার্ট এর  কালার পরিবর্তন করুন । তাহলে এ রকম দেখাবে __________________

____________________________________________________
কোন প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।
আপনার পোস্টটি ভাল লাগলে প্লিজ আমার  fb page এ একটা লাইক দিন ।
https://www.facebook.com/AnyaRakamaBhalobasa18 Link: 
ভাল থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন