শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

কোন সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ ৮-এ নিখুঁত স্ক্রীনশট নিন (একদম সহজ উপায়ে)

আসসালামু আলাইকুম,
প্রথমেই সবাইকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা রইলো। আশা করি প্রতিটি দিনের মতো আপনারা ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি নতুন ফিচার শেয়ার করবো, তাও আবার উইন্ডোজ ৮ নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।eee=>>উইন্ডোজ ৮ এর একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সকলের সামনে। আশা করি সকলের মাথায় ঢুকিয়ে দিতে পারবো। উইন্ডোজ ৮ এখন অনেকেই বলতে সবাই মোটামুটি ব্যাবহার করছেন। তবে অনেকেই এখনও উইন্ডোজ ৮-এর এসব নতুন নতুন ফিচার সম্পর্কে জেনে উঠতে পারেননি। তাই আমি ঠিক করছি, প্রতিদিন উইন্ডোজ ৮ এর নতুন ফিচার নিয়ে আলোচনা এবং শেয়ার করবো।
আজকের বিষয়ে থাকছে উইন্ডোজ ৮-এ স্ক্রিনশট নেওয়া, তাও আবার কোন সফটওয়্যার ছাড়া।
=>>আগে উইন্ডোজ ৭ এ স্ক্রীনশট নেওয়া অনেক জটিল ছিল, কারণ ৭ এ স্ক্রীনশটের জন্য Print Scrn বাটন চাপতে হত এবং তা Paint এ গিয়ে Ctrl+v চেপে পেস্ট করতে হত, আর তা Paint থেকে Save করতে হত। এতে অনেক জটিল এবং সময় নষ্ট হতো। স্ক্রিনশট নেওয়ার জন্য অনেক কষ্ট করতে হত। এজন্য আজ আমি উইন্ডোজ ৮ এর জন্য আরও সহজ পদ্ধতি শেয়ার করবো।
উইন্ডোজ ৮-এ স্ক্রিনশট নেওয়া আগের চাইতে অনেক বেশি সহজ।এখন উইন্ডোজ ৮-এ একটি ক্লিক করেই স্ক্রিনশট নেওয়ার সুবিধা রয়েছে।
অনেক বেশি সহজ উপায়ে  নিখুঁত স্ক্রিনশট নিতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করুন–
  • প্রথমে আপনি যেটার স্ক্রিনশট নিতে চান,সেটা ওপেন করুন।
  • আমরা উদাহরণ হিসাবে ডেস্কটপের নিখুঁত স্ক্রিনশট নেবো।
Windows-8-Desktop-Screen-Shot (FILEminimizer)
  • এজন্য ডেক্সটপ থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য অন্যান্য উইন্ডো বন্ধ করবো।
  • এখন ডেক্সটপে থাকা অবস্থায় আপনাকে কিবোর্ড থেকে চাপতে হবে Windows+Print Scrn বাটন চাপতে হবে। ঠিক নিচের ছবির মতো…
keyboardfng
  • Windows+Print Scrn বাটন চাপার পর নিখুঁত স্ক্রীনশট নেওয়া হবে।
  • এখন আপনি ভাবছেন আপনার স্ক্রীনশট ছবি কোথায় গেলো?
  • স্ক্রীনশট ছবিগুলো আপনি Libraries\Pictures তে পাবেন।
image267
  •  এক কথায়, আপনার কাঙ্ক্ষিত স্ক্রিনশটটি সোজা গিয়ে জমা হয়ে যাবে পিকচার ফোল্ডারে।
  • এখন আপনি স্ক্রীনশট ছবিগুলো দিয়ে ইচ্ছামতো কাজ করতে পারেন।
Screenshot-4-640x400
  • কোন সফট ছাড়াই সহজে ছবি তুলে আপনি অনেক সময় বাঁচাতে পারবেন।
  • আজকের ট্রিক্স কেমন লাগলো তা অবশ্যই comment করে জানাবেন।

===================================================================
=>আশা করি ট্রিক্স টা Apply করে অনেক মজা পাইবেন।
=>আরেকটা বিশেষ ঘোষণা দিলাম-
যদি ফেসবুকে আমাদের ফ্যান পেজে LIKE না দেন, তাহলে কিন্তু আর কোন দিন পোস্ট করুম না!
 https://www.facebook.com/AnyaRakamaBhalobasa18

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন