শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

সাধারণ ছবিকে করে তুলুন চরম আকর্ষণীয়


আসসালামু আলাইকুম,
সবাইকে আমার পক্ষ থেকে রইল প্রীতি ও শুভেচ্ছা । ছবিকে এক্সপার্টরা ফটোশপ এর মাধ্যমে অনেক আকর্ষণীয় করে তোলে। তবে এর জন্য ফটোশপ এ অভিজ্ঞ হওয়া প্রয়োজন । সামান্য বা টুকটাক জ্ঞান থাকলেও অতটা সুন্দর ভাবে এডিট করা যায় না । আজকে দেখাব যে কিভাবে অত্যন্ত সহজেই কোন ছবিকে আকর্ষণীয় করে তোলা যায় ।
photo_editor

কিভাবে করবেনঃ

১। প্রথমে এই লিঙ্ক এ যান ।সেখানে গেলেই দেখতে পারবেন অজস্র রকমের ছবি ।
২। সেখানে একটা কার্টুন ফেস দেখতে পারবেন যেটা সব ছবিতেই আছে । এই কার্টুন ফেস এর ওখানেই হবে আপনার ফেস । যে ছবি আপনার পছন্দ হবে সেটা আপনি ক্লিক করুন ।
৩। তারপর আপনার ছবি আপলোড করুন । ব্যাস তারপর নেক্সট এ ক্লিক করলেই জাদু দেখবেন ।
Capture
৪। এখানে হাজার হাজার ফ্রেম আছে । বামে ও উপরে বিভাগ আছে । আপনার কিসের ছবি তে মিক্স করবেন বা কিসের জন্য ছবি এডিট করবেন টা ঠিক করে দিতে পারবেন । আপনি wallpaper,photo effect,fb cover,fb profile ইত্যাদি এর জন্য ছবি তৈরি করতে পারবেন ।
dc34ah1
 অনেকেই হয়তো ভাববেন যে অতটা ভাল হবে না , বা কেমন হবে । আমি কিছু উদাহরণ দিচ্ছি যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকর ।

___উদাহরনঃ ___

আমি Mark Zuckerberg  এর একটা সাধারণ ছবি দিয়ে শুরু করলাম ।

সাধারণ ছবি

Mark_Zuckerberg_at_the_37th_G8_Summit_in_Deauville_018_v1

___এডিট করা ছবি সমুহঃ ___

14548837_gwrBN_1368961497
1
4
3

___fb cover এর জন্য___

9
10
vWyHr
আশা করি পোস্ট টা আপনাদের কাজে আসবে । কোন প্রকার ভুল থাকলে ক্ষমা করে দিয়েন ।
আমার fb page এ আমন্ত্রণ রইল
ভাল থাকুন,সুস্থ থাকুন ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন