শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

ট্রিক্সঃ ফায়ারফক্সের আনলিমিটেড ওয়েব এড্রেস বার তৈরি করা।


আসসালামু আলাইকুম,
সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা রইলো।  আমি আরও আশা করি আগামীর দিনগুলো আপনাদের ফাটাফাটি যাবে, আর যাদের ভালবাসা দিবসে ফাটছে, তাদের অভিনন্দন জানিয়ে আজকের গরমাগরম পোস্ট শুরু করছি। আজ আপনাদের একটি সুন্দর ট্রিক্স শিখাবো, তাও আবার আপনাদের প্রিয় ফায়ারফক্স নিয়ে। ছোট্ট একটি ট্রিক্স…. আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং মজা পাইবেন।
===================================================================
ট্রিক্সঃ ফায়ারফক্সের মধ্যে ফায়ারফক্সেঃআনলিমিটেড ওয়েব এড্রেস বার তৈরি করা।
===================================================================
hgjgfj (FILEminimizer)gk (FILEminimizer)
=========================================================
[প্রথমেই বলে রাখি, এই ট্রিক্স নিয়ে আপনাদের কোন বিশেষ ভাবনা আছে কি না, তা আমার জানা নেই, আবার কেউ স্বপ্নেও এটা ভেবে ছিল কি না, তাও জানি না। তাই যারা  অতি অভিজ্ঞ তদের এই পোস্ট দেখা বেআইনি ঘোষণা করলাম।]
===================================================================

ভূমিকা

=> আপনি হয়তো ভাবছেন আনলিমিটেড ওয়েব এড্রেস বার তৈরি করা‎ আবার কি জিনিস, তাই প্রথমে ছোট্ট একটা ভূমিকা দেবো, আপনি একটু মনের মাঝে ভাবুন যদি মোজিলা ফায়ারফক্স এর মধ্যে আরেক টা ফায়ারফক্স হতো তাহলে কেমন হতো, আবার তার মধ্যে যদি আরেক টা হতো তাহলে কেমন হতো……..( এভাবে একটার পর আরেকটা চলতে থাকবে )
===================================================================
=>ট্রিক্স টা যেভাবে Apply করবেন……
১.প্রথমে মোজিলা ফায়ারফক্স ওপেন করুন।
২.একটা New Tab খুলুন।
৩.এখন Address Bar এ নিচের লেখাটি লেখুন বা copy/paste করুন।
chrome://browser/content/browser.xul
fhdh (FILEminimizer)
৪.লেখাটি লেখুন বা copy/paste করে Enter চাপুন।
৫.এখন দেখুন আমার ম্যাজিক…..
gjgfjfgj (FILEminimizer)
৬.আপনি এখন আপনার প্রিয় ফায়ারফক্সে একটার ভিতর আরেকটা ফায়ারফক্স দেখতে পারবেন।
৭. এখন আপনি চাইলে দ্বিতীয় Address Bar এ লেখটি আবার লিখে আরেকটি ফায়ারফক্স তৈরি করতে পারবেন।
৮. এখন আর আমায় আর কিছু বলতে হবে না, আপনি নিজের ইচ্ছা মত একের পর এক ফায়ারফক্স তৈরি করতে পারবেন।
===================================================================
=>আশা করি ট্রিক্স টা Apply করে অনেক মজা পাইবেন।
=>আরেকটা বিশেষ ঘোষণা দিলাম-
যদি ফেসবুকে আমাদের ফ্যান পেজে LIKE না দেন, তাহলে কিন্তু আর কোন দিন পোস্ট করুম না!
drink_facebookপেজ লিংকঃ
https://www.facebook.com/AnyaRakamaBhalobasa18
===================================================================
আজ এইডা তো গেলো পর্ব ১নং। আগামীতে আরও নতুন পর্ব নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, এজন্য বেশি বেশি LIKE করুন আর MUST কমেন্ট করবেন। নইলে কিন্তু…..
===================================================================
——ভালো থাকুন – সুস্থ থাকুন——

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন